জলদস্যুদের নিধনে সকল জেলে এবং সচেতন সকল নাগরিকদের প্রতি আহবান।
এই লোকটির বাড়ি মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া গ্রামে, জীবীকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে গভীর সাগরে পারি জমায় রুপলি ইলিশ ধরতে। কিন্তু তার ইলিশ ধরা আর হয় নি, নিজেই ধরা খেলেন পাষণ্ড জল দস্যুদের খপ্পরে। নির্মম ভাবে ডাকাতের গুলিতে প্রান বিলিয়ে দিতে হয় তাকে। ভেঙে যায় একটি মানুষের বেঁচে থাকার স্বপ্ন। বাধার পাহাড় হয়ে দাড়ায় একটি পরিবারের পথচলা। ভেঙ্গে যায় ছোট শিশুটির লেখা পড়া শিখে মানুষ হবার স্বপ্ন। প্রতিনিয়ত ভাঙছে এ মানুষগুলোর স্বপ্ন... কি অপরাধ ছিল? এ অসহায় মানুষ গুলোর। সাগরে জেলে ভাইদের নিরাপদ বিচরণ সহ প্রতিটি মানুষের কর্ম ক্ষেত্রে নিরাপত্তায় এখনই সরকার,প্রশাসন সহ সংশ্লিষ্টদের উদ্যেগ নিতে হবে। অন্যথায় লাশের এ সংখ্যা বাড়তেই থাকবে, ভেঙে যাবে সহস্র স্বপ্ন।প্রশাসন চুপ কেনো। আমাদের কাছে লোকটির ডেড বডিটি ফেইজবুক স্টেটাস,কিন্তু তার পরিবারের কাছে এটি লাস। সংশ্লিষ্ট কতৃপক্ষ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS