Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের জেলেদের জীবণ।জলদস্যুদের উপদ্রোপে সর্ব শান্ত হয়ে ভীত সন্ত্রস্থ জীবন কাটাতে হয় দ : সাকুচিয়ার জেলেরা।
বিস্তারিত

মেঘনার জেলেরা চরম আতঙ্কে জাল ফেলে মাছ ধরতে গিয়ে কেউ কেউ সর্বশান্ত হয়ে ঘাটে ফিরে । বর্ষা মৌসুমে হাতিয়ার চর থেকে আসা জলদস্যুরা দ : সাকুচিয়া জেলেদের উপর জোর করে জাল নৌকা ট্রলার সহ যাবতীয় মালামাল ও মাঝীকে নিয়ে গিয়ে মুক্তিপন নিয়ে একেবারে নিস্ব করে .এথানকার জেলেদের নিরাপত্তার বিষয়ে মনপুরা উপজেলা চেয়াম্যান আলহাজ্ব নজির আহাম্মদ মিয়া কয়েকবার প্রশাশনের উদ্দোগ নিয়ে জলদস্যূদের ধা্ওয়া করে। তাদের আস্তানা ধংস করে দেয় ।  আবার তারা সঙ্গব্দ্দ হয়ে জেলেদের উপর চড়া্ও হয় । সব মিলিয়ে জেলেরা বর্ষাকালে নদীতে জাল ফেলে চরম আতঙ্কে থাকে।এধ আছে , সরকারের আইন অনুযায়ী তারা ঝাটকা নিধন থেকে বিরত রয়েছে। আগামী মৌসুমের মাছ ধরার জন্য জাল , নৌকা, ইজ্ঞিন ইত্যাদি মেরামতের জন্য ঘাটে অবস্থান করে আছে। মেঘনা নদীতে এখন বড় নৌকা নেই। বর্ষার শুরুতে নদীতে নেমে যাবে মাছ ধরার জন্য । জেলেদের জীবনের মান উন্নয়ন এবং মাছধরার নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে জলদস্যূ দমন করা একান্ত প্রয়োজন।  আর কিছু দিন পরেই জেলেরা নদীতে মাছ ধরা শুরু করবে। তাই এই বিষয়টি আগামী বর্ষার শুরুতেই সরকারকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। লবঙ্গ দেবনাথ (উদ্যোক্তা ) ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে।

ছবি
ডাউনলোড