অপরুপ সৌন্দর্য আর নদী বেষ্ঠিত এই ইউনিয়নের অনেক সবুজের ম্যানগ্রোব ঘেরা চর পিঁয়াল, চর পাতালিয়া,চর চিড়িংগা, চর চেয়ারম্যান এসবই হরিনের অভয় বিচরণ ভূমি। এখানে প্রতিদিণ বিকেলে এই ম্যানগ্রোবের পাশ্বে এলে সরাসরি হরিণ দেখতে পা্ওয়া যায়। চৈত্র মাসের প্রচন্ড খড়ার সময় রাতের বেলায় পানির জন্য লোকালয়ে চলে আসে সকাল হলে ছুটাছুটি করে আবার বাগানে চলে যায় । এই দৃশ্য দেখতে খুবই আনন্দ দায়ক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস