কি কি সেবা পাবেন
১. জন্ম নিবন্ধন কার্ড তৈরী করা।
২. ছবি তোলা।
৩. স্ক্যানিং।
৪. কম্পিউটার কম্পোজ।
৫. ইন্টারনেট সেবা।
৬. ই-মেইল প্রেরণ, ই-মেইল গ্রহন।
৭. মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এবং বিশ্ব বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল দেয়া হয়।
৮. অন লাইনে যেকোন কলেজে / বিশ্ব বিদ্যালয়ে/মাদ্রাসায় ভর্তি হ্ওয়া যায়।
৯. অন লাইনে পাস পোর্টের আবেদন করা হয়।
১০.বিদেশে চাকুরির জন্য অনলাইন আবেদন করা যায়।
১১। অনলাইনে জন্ম নিবন্ধন করা।
১২। নাগরিক সনদ প্রদান।
১৩। ওয়ারিশ সনদ প্রদান।
১৪। চারিত্রিক সনদ পত্র প্রদান।
১৫। অনলাইনে মৃত্যু নিবন্ধন করা হয়।
১৬। প্রজেক্টর ভাড়া দেয়া হয়।
17। সকল অপারেটর( গ্রামীন ফোন, রবি, ক্সিটো, টেলিটক, এয়ারটেল মোবাইল সিমে টাকা ফ্ল্যাক্সি লোড করা হয়।
১৮।ল্যামিনেশন করা হয়।
১৯। ভোটার স্থানান্তর প্রসেজিং।
20। অনলাইনে ভোটার আইডি কার্ড উত্তোলন করা হয়।
21। অনলাইনে নতুন ভোটার রেজিঃ করা হয়।
22। নন- জুডিশিয়াল ষ্ট্যাম্প বিক্রি করা হয়।(ভেন্ডার লাইসেন্স প্রাপ্ত)
23। ছবি বন্ধানো হয়।
24। স্থায়ী বাসিন্দা সনদ প্রদান।
25। বিবাহিত এবং অবিবাহিত সনদ প্রদান।
26। মেটলাইফ বীমা কিস্তি জমা নেওয়া হয়।
27। কম্পিউটার প্রশিক্ষন প্রদান।
28। ফটো কপি করা হয়।
29। অনলাইনে বিমানের টিকিট বিক্রি করা হয়।
30। বাসের টিকিট বিক্রি করা হয়।
31। এক সপে পন্য আনা যায়।
32। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাকিং এর মাধ্যমে পাসপোর্টের ফি গ্রহন সহ সকল ব্যাংকিং সেবা প্রদান করা হয়। ( যেমন- সঞ্চয়ী ও চলতি হিসাব, স্কুল ব্যাকিং হিসাব, মাসিক ডিপিএস, মেয়াদী ডিপিএস, নগদ জমা ও নগদ উত্তোলন, ফন্ড ট্রান্সফার ব্যাংক এশিয়ার যে কোন একাউন্টে, ইএফটিএনের মাধ্যমে টাকা ট্রান্সফার যে কোন ব্যংকের একাউন্টে, বৈদেশিক রেমিটেন্স প্রদান। বিদ্যুৎ বিল গ্রহন, পাসপোর্ট ফি গ্রহন, ক্ষুদ্র ও মাঝারী ঋণ প্রদান, ভোক্তা ঋণ প্রদান, কৃষি ঋণ প্রদান, ডেবিট , কার্ড প্রদান।(ভিসা এটিএম কার্ড), মাসেন্ট এজেন্টের মাধ্যমে নগদ উত্তোলনের সুবিধা।
33। ব্যাক এশিয়ায় টাকা একাউন্টে আনলে উত্তোলন কোন চার্জ নিবো না।।
34। একাউন্ট খোলা হয়। ( িকোন ফি ছাড়াই)
35। জাতীয় পরিচয় পত্রের ভূল সংশোধন করা হয়।
36। হারানো /নষ্ট হওয়া জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়।
37। সরকারের উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
37। বিবিধ। ( যেকোন বিষয়ে যথা সম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস