শিরোনাম
নগেন্দ্র ডাঃ বাড়ীর মন্দীর
ঠিকানা
সার্বিক পরিচালনায়ঃ- বাবু লিপশ চন্দ্র দাস, পল্লী চিকিৎসক, তালতলা বাজার , মনপুরা, ভোলা।০১৭১৪৬৮৬১১৪
ইতিহাস
<p>৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন মনপুরা, ভোলা।</p><p> নগেন্দ্র ডাঃ বাড়ীর মন্দিরঃ</p><p>১৯৮০ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।</p><p> এটি দক্ষিন রহমানপুর, গ্রামের একদম পূর্ব দক্ষিন কোনায় কালী প্যারীমোহন বিদ্যালয়ের সংলগ্ন ডাঃ নগেন্দ্র বাবুর বাড়ীতে অবস্থিত।</p><p>এই মন্দিরে প্রবত বছর খুব সুন্দর ভাবে দুর্গাপুজা, এবং হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান, মহা প্রসাদ বিতরণ, রথ যাত্রা, শ্রী কৃষ্ণের দোল যাত্রা, এবং আরো ধর্মীয় বিভিন্ন পুজা অর্চণা করা হয়। দূর্গা পুজাতে এবং মহানাম যজ্ঞানুষ্ঠানের সময় বিভিন্ন যায়গা থেকে হিন্দু সমপ্রদায় এবং মুসলিম সমপ্রদায়ের বহু লোকজন এই অনুষ্ঠানকে উপভোগ করেণ্। এবং প্রানবন্ত ভাবে উদযাপন করেন।</p><p> মনিরটির পরিচালনা কমিটিঃ</p><p>১. সভাপতিঃ- বাবু মানিক্য কিশোর দাস,প্রাথমিক সহকারী শিক্ষক(অব) , রহমানপুর, মনপুরা, ভোলা।</p><p>২. সাধারণ সম্পাদক,ঃ- বাবু যাদব চন্দ্র দাস, সকারী শিক্ষক ( প্রাঃ) , রহমানপুর, মনপুরা, ভোলা্।</p><p>৩. কোষাদক্ষ্যঃ- বাবু গোপাল কৃষ্ণ দাস।রহমানপুর, মনপুরা, ভোলা্।</p><p>৪. সার্বিক পরিচালনায়ঃ- বাবু লিপশ চন্দ্র দাস, পল্লী চিকিৎসক, তালতলা বাজার , মনপুরা, ভোলা।</p>